কোকরাঝাড় ছাড়তেই স্বস্তি ফিরল ট্রেনের কামরায় রাজীবাক্ষ রক্ষিত • কোকরাঝাড় এখানেই গতকাল ট্রেনে থেকে নামিয়ে কোপানো হয়েছে দুই যুবককে। ভেঙেচুরে দেওয়া হয়েছে বাড়িঘর। চলেছে গুলিও। সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস শ্রীরামপুরের লাইনে থেমে যেতেই তাই আতঙ্ক চেপে বসল কামরা জুড়ে। টানা দু’দিন অসহনীয় অবস্থায় কাটিয়েছেন সম্পর্কক্রান্তি, ক্যাপিটাল এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রীরা। অনেকেই, যে ভাবে পেরেছেন গুয়াহাটি যাওয়ার আশা ত্যাগ করে নিউ জলপাইগুড়ি ফিরে গিয়েছেন। যাঁদের দায় ছিল, মাটি কামড়ে পড়েছিলেন তাঁরাই। বুধবার বেলা তিনটে নাগাদ গুয়াহাটির দিকে প্রথম ট্রেন ছাড়ল সম্পর্কক্রান্তি। বিস্তারিত... <--Content To Display on Right Side of Post-->
No comments:
Post a Comment