TECH

নয়া কর বিন্যাসে ফের মহার্ঘ তেল, সংঘাতে মমতা নিজস্ব সংবাদদাতা • কলকাতা তেলের দাম নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে ফের সংঘাতের পথে মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রশ্নে ফের রাস্তায় নামার হুমকির পাশাপাশি ভবিষ্যতে কেন্দ্রীয় সরকারে থাকা না-থাকা নিয়ে ভাবনা-চিন্তার ইঙ্গিতও দিয়েছেন তিনি। তেলের দামের উপর রাজ্য সরকারগুলি যে কর আদায় করে, তার একটা অংশ তেল কোম্পানিগুলিকে ফিরিয়ে দেয় কেন্দ্রীয় সরকার। ২০০৩ সালে পেট্রোলের দামের বিনিয়ন্ত্রণ নিয়ে ভাবনাচিন্তা শুরুর সময় থেকেই এই ব্যবস্থা চালু হয়েছে। এখন তেল সংস্থাগুলির বক্তব্য, কেন্দ্র পরিশোধযোগ্য অর্থের হার না বাড়ালেও বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে স্থানীয় করের হার বেড়েছে অথবা কমেছে। <--Content To Display on Left Side of Post-->
কোকরাঝাড় ছাড়তেই স্বস্তি ফিরল ট্রেনের কামরায় রাজীবাক্ষ রক্ষিত • কোকরাঝাড় এখানেই গতকাল ট্রেনে থেকে নামিয়ে কোপানো হয়েছে দুই যুবককে। ভেঙেচুরে দেওয়া হয়েছে বাড়িঘর। চলেছে গুলিও। সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস শ্রীরামপুরের লাইনে থেমে যেতেই তাই আতঙ্ক চেপে বসল কামরা জুড়ে। টানা দু’দিন অসহনীয় অবস্থায় কাটিয়েছেন সম্পর্কক্রান্তি, ক্যাপিটাল এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রীরা। অনেকেই, যে ভাবে পেরেছেন গুয়াহাটি যাওয়ার আশা ত্যাগ করে নিউ জলপাইগুড়ি ফিরে গিয়েছেন। যাঁদের দায় ছিল, মাটি কামড়ে পড়েছিলেন তাঁরাই। বুধবার বেলা তিনটে নাগাদ গুয়াহাটির দিকে প্রথম ট্রেন ছাড়ল সম্পর্কক্রান্তি। বিস্তারিত... <--Content To Display on Right Side of Post-->

No comments:

Post a Comment